Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

                                                                   

                                           জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

 

                                                                                                           জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান      

‘একটা কথা ভুলে গেলে চলবে না যে, প্রত্যেক বৎসর আমাদের ৩০ লক্ষ লোক বাড়ে। আমার জায়গা হল ৫৫ হাজার বর্গমাইল। যদি আমাদের প্রত্যেক বৎসর ৩০ লক্ষ লোক বাড়ে তা হলে ২৫/৩০ বৎসরে বাংলার কোনো জমি থাকবে না হালচাষ করার জন্য………..। সে জন্য আমাদের পপুলেশন কন্ট্রোল, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে।’

                                                                                                 -জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

                                                                                            (১৯৭৫ সালের ২৬ মার্চ প্রদত্ত ভাষণের অংশবিশেষ)

 


সিটিজেন চার্টার

সেবা প্রতিষ্ঠানঃ-

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেঘনা, কুমিল্লা।

উপজেলা সদর পরিবার পরিকল্পনা ক্লিনিক,            স্বাস্থ্য কমপ্লেক্স, মেঘনা, কুমিল্লা।

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রঃ- ৫ (পাঁচ) টি (অফিস সময়) ৮ টা হতে ৩-৩০ টা।

ইউনিয়ন পরিবার পরিকল্পনা ক্লিনিকঃ-মানিকারচর ‍, চালিভাঙ্গাঃ- ২ (দুই) টি (অফিস সময়) ৮ টা হতে ৩-৩০ টা।

কমিউনিটি ক্লিনিকঃ- ১১ (এগার) টি স্থায়ী কেন্দ।

মাসিক স্যাটালাইট ক্লিনিকঃ- ৫০ (পঞ্চাশ) টি বাড়ীতে সম্পাদিত হচ্ছে।

সেবা সমূহঃ- স্থায়ী পদ্ধতিঃ-         ১। ভ্যাসেকটমী (NSV) পুরুষদের জন্য গ্রহীতার ভাতা ২৩০০/- টাকা ও একটি লুঙ্গি বিনামূ্ল্যে গ্রহীতাকে প্রদান করা হয়।

                                                ২। টিউবেকটমী মহিলাদের জন্য গ্রহীতার ভাতা ২৩০০/- টাকা একটি শাড়ী কাপড় বিনামূ্ল্যে গ্রহীতাকে প্রদান করা হয়।

দীর্ঘ মেয়াদী পদ্ধতিঃ-                  ১। আই,ইউ,ডি (৮ বছর) মহিলাদের গ্রহীতার যাতায়াত ভাতা ১৭৩/- টাকা।

                                                     এবং ফলোআপ ভাতা = ৯২+৯২+৯২ (পর্যায়ক্রমে)।

                                                ২। ইমপ্লানন (৩ বছর) মহিলাদের যাতায়াত ভাতা ১৭৩/- টাকা।

                                                     এবং ফলোআপ ভাতা = ৮১+৮১+৮১ (পর্যায়ক্রমে)।

অস্থায়ী পদ্ধতিঃ-                          ১। খাওয়ার বড়ি...........মহিলাদের জন্য বিনামূল্যে।

                                                ২। ইসিপি বড়ি ............মহিলাদের জন্য বিনামূল্যে।

                                                ৩। ইনজেকটেবল ........ ৩ মাস পর পর মহিলাদের জন্য বিনামূল্যে।

                                                ৪। কনডম পুরুষের জন্য ডজন প্রতি বিক্রয় মূল্যে ১/২০ টাকা।

গর্ভবতী মায়েদের পরিচর্যা ১ম, ২য়, ৩য় ও ততোধিক পরিদর্শন এবং বিনামূল্যে ডেলিভারী করানো।

ডেলিভারী/প্রসবঃ- সকল সেবা কেন্দ্রে এবং বাড়ীতে ডেলিভারী সেবা প্রদান।

গর্ভোত্তর যত্নঃ-১ম পরিদর্শন/পুনঃ পরিদর্শন, ডেলিভারী পরবর্তী রক্তক্ষরণ রোধে মিসোপ্রোষ্টোল ট্যাবলেট বিতরণ।

কিশোর কিশোরী পরিচর্যা, রক্ত স্বল্পতা/আয়োডিন ঘাটতি/STI/RTIপরিচর্যা।

সকল সেবা কেন্দ্রে এবং বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বিদ্যমান ও বাস্তাবায়ন।

এম.আর ৬ সপ্তাহের মধ্যে বিনামূল্যে সম্পাদন।

শিশু পরিচর্যা (০-৫ বছর) এ.আর. আই/আয়োডিন/অপুষ্টি/রাতকানা/সাধারন রোগীর সেবা দান।

কমিউনিটি ক্লিনিকে প্রথমিক স্বাস্থ্য পরিচর্যা, সাধারণ রোগী ও শিশু সেবা দান।

পরবর্তী মাসের ১লা তারিখ উপজেলা অফিসে কাজের প্রতিবেদন প্রেরণ।

মাঠ পর্যায়ে কর্মীঃ- 

স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টরের যাবতীয় পরিকল্পনা গ্রহন এবং সকলের সহযোগীতায় বাস্তবায়ন।

প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম অতি নিষ্ঠা ও দক্ষতার সাথে সম্পাদন।

বিদ্যালয়, ক্লিনিকে, ইপিআই সেশনে এবং অন্যান্য সকল সভা/বৈঠকে স্বাস্থ্য শিক্ষা বাস্তবায়ন এবং উদ্বুদ্ধকরণ।

অগ্রীম ভ্রমন সূচী মোতাবেক নিয়মিত বাড়ী বাড়ী এবং মাঠ পরিদর্শন ও খাবার বড়ি, কনডম, ইনজেকটেবল প্রয়োগ ও বিতরণঃ- আই ইউ ডি/ইমপ্ল্যানন/স্থায়ী পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধকরণ ও সেবার জন্য প্রেরণ

যৌথ স্যাটালাইট ক্লিনিক এবং ইপিআই কাজে অংশ গ্রহন।

স্যাটালাইট ক্লিনিকে উপস্থিত ব্যক্তিগনকে সেবা প্রদান ও উদ্বুদ্ধ করন।

স্তর ভিত্তিক জনসংখ্যা এবং খানার হিসাব সংরক্ষণ।

কর্ম এলাকা/ইউনিটের জন্ম মৃত্যুর হিসাব সংরক্ষণ।

পরবর্তী মাসের ১লা তারিখে কাজের প্রতিবেদন উপজেলায় প্রেরণ।

 

 

গুরুত্বপুর্ণ প্রকল্প সমূহঃ

১। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা।

২। স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচীর মাতৃ-স্বাস্থ্য ভাউচার কার্যক্রম।

৩। মা ও শিশু এবং প্রজনন স্বাস্থ্য সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম।

৪। ফিল্ড সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম।

৫। ইনফরমেশন, এ্যাডুকেশন এন্ড কমিউনিকেশন প্রোগ্রাম

৬। ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম।

৭। পরিবার পরিকল্পনার জন্ম নিয়ন্ত্রন সামগ্রী এবং মিসোপ্রোষ্টোল ট্যাবলেট- বিতরন কার্যক্রম।

৮। সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ইন-সার্ভিস ট্রেনিং।

৯। স্থানীয় পরিকল্পনা প্রনয়ন এবং উন্নততর আর্থিক ব্যবস্থাপনা সম্প্রসারণ।